মিডফোর্ডে ব্যবসায়ীকে হ-ত্যার প্র-তিবাদে ময়মনসিংহে ছাত্র-জনতার মানব-বন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, খুন, ধর্ষণ, নির্যাতন, জুয়া, মাদক কারবারি ও যুবদল নেতা কর্তৃক পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকালে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র শিবির, আপ বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র ও জনতাসহ সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে স্থানীয় শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন ,মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে আমরা আসলে মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিতও বটে। আমরা বারবার বলে এসেছি, বাংলাদেশে যে কোনো ব্যক্তি যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সে যদি দলের হয়, তাহলে সে দলীয় সন্ত্রাসী, সে যদি কোনো ব্যক্তিগত অন্যায় করে তাহলে ব্যক্তিগত অন্যায়। পরে সেখান থেকে প্রতিবাদকারীরা সোহাগ ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে” “আমার সোনার বাংলায় চাঁদাবাজদের ঠাই নাই” এমন নানা ধরনের স্লোগানে
একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে যে পরিমাণ চাঁদাবাজী হত্যা ধর্ষণ হচ্ছে এমন স্বাধীনতা তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম সুন্দর একটা রাষ্ট্র। অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। দেশের প্রতিটি হত্যার বিচার দ্রুত করতে হবে এই সরকারকে। মিছিলকারীরা বলেন সোহাগ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে পাকা রাস্তার ওপর সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *