July 13, 2025, 12:51 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পুরান ব্রিজের নিচে রাজার খাল বর্তমানে ভয়াবহ পরিবেশ দূষণের শিকার। স্থানীয় ফল ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীরা খালের পাশে প্রতিনিয়ত পচা কাঁচামাল ও আবর্জনা ফেলায় খালটি কার্যত জ্বালাবদ্ধতায় পরিণত হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করছেন, দিনের পর দিন এই ময়লা-আবর্জনার স্তূপ জমে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জোয়ারের সময় এসব ময়লা পানির সঙ্গে ভেসে এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এই খালের পানি এক সময় সবার কাজে লাগতো। কিন্তু এখন দুর্গন্ধ আর পচা জিনিসে ভরে গেছে। ছোট বাচ্চারা খালের ধারে যেতে পারছে না। রোগব্যাধি বাড়ছে।
পরিবেশবাদীরা বলছেন, এভাবে খাল দখল ও দূষণ চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে। তারা প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলেও মত দেন তারা।
সচেতন মহল ও এলাকাবাসীর দাবি অবিলম্বে খালের ময়লা পরিষ্কার, অবৈধ ময়লা ফেলা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, এ বিষয়ে
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।