March 3, 2025, 7:53 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
“তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি তদন্ত) আব্দুল খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।