March 3, 2025, 7:34 pm
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে সপ্তম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
০২ মার্চ রবিবার সকাল দশটায় নলছিটি উপজেলা পরিষদ চত্তরে এ র্যালীর আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান,উপজেলা নির্বাচন অফিসার মো:মেজবাহউদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:ওবায়দুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হাসান,উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রী সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগন।
আলোচনা সভায় বক্তারা ভোটার হবার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন ভোটার হতে যাতে নাগরিকরা হয়রানি মুক্ত সেবা পান সেদিকে লক্ষ্য রেখে ভোটারদের সেবা নিশ্চিত করার প্রতি গুরত্বআরোপ করেন।এছাড়াও যেকোনো নির্বাচনে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে সচেষ্ট থাকারও আহবান জানান।