মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লা সদর উপজেলার ৩ নং দূর্গাপুর ইউনিয়নের রংপুর গ্রামের ট্রাক শ্রমিকের ভুরি বের করে দেয় পাশ্ববর্তী গ্রাম দৌলতপুরের শিপন চোর।ঘটনাটি ঘটে ১১ ই জুলাই সকাল ১১ টায় কুমিল্লা সদর উপজেলার ৩ নং দূর্গাপুর দঃ ইউনিয়নের রংপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ধানি জমিতে।স্থানীয় সূত্র থেকে জানা যায় জহির তার বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ শিকার করতে কারেন্ট জাল পাতিয়ে রাখে, ঐ জালে মাছ আটকে থাকলে দৌলতপুর গ্রামের লিটনের ছেলে হাজারো অপরাধের সাথে জড়িত শিপন চোর,উক্ত জালের মধ্য আটকে থাকা মাছ শিপনের চোখে পড়ে।শিপন জোরপূর্বক জালে আটক কৃত মাছ ছিনিয়ে নিয়ে যায়, এসময় জালের মালিক টের পেয়ে জহির ৩৬, দৌড়ে গিয়ে বাধা দেয় এবং আটকের চেষ্টা করে এতে হাজারো অপরাধের হোতা বিভিন্ন মামলার আসামি পাকা চোর শিপন জহির কে প্রথমে কিল ঘুষি মারে পরবর্তীতে বিদ্বেষমূলক হত্যার চেষ্টায় পকেট থাকে চাকু বের করে পেটে কোপ মারে, এতে জহিরের পেটের ভুঁড়ি বেরকরে ফেলে পালিয়ে যায় শিপন। এদিকে চোরের বাবা লিটনকে স্থানীয়রা আটকে রাখে।এদিকে প্রথমে জহিরের স্বজরা মুমূর্ষু অবস্থায় কুমিল্লা টাওয়ারে জহির কে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক রোগীর অবস্থা খারাপ দেখে কুমেকে স্থানান্তরিত করে।কুমেক কতৃপক্ষ জহিরের অবস্থা মুমূর্ষু দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন হয়নি, স্থানীয় দের দাবি অতিদ্রুত অপরাধী শিপন, ও তার বাবা লিটন কে আইনের আওতায় এনে বিচার করা হোক, শিপনের অত্যাচারে স্কুল,কলেজের মেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে না,একাধিক বার তাদেরকে স্থানীয় ভাবে মোবাইল, মুরগী, ইভটিজিং এর বিচার করা হয়। এবিষয়ে স্থানীয় বাসিন্দা শাহাজান ও স্থানীয় ইউপি সদস্য হান্নান জানান শিপন ও তার বাবা লিটনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ও রাতে আতংকে থাকে নাগরিকরা,কারো মুরগী, হাস,ছাগল, কবুতর,মোবাইল, চুরি করে নিয়ে যায়। এছাড়া ছাত্রী দের রাস্তায় ইবটেজিং করে আসছে দীর্ঘ দিন। তার বিরুদ্ধে মামলা আছে, আজকের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আমরা প্রশাসনের কাছে বিচার চাই, চোরা শিপন ও তার বাবা লিটনকে আইনের আওতায় এনে বিচার করা হোক। এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান অভিযোগ করলে ব্যাবস্থা নিবো।
কুমিল্লায় দিনদুপুরে ট্রাক শ্রমিককে কু-পিয়ে ভু-রি বের করে পালিয়েছে চো-র

Leave a Reply