July 14, 2025, 5:44 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের অভিযানে ১১০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে, এ সময় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০জুলাই) রাতে নগরীর রমেশসেন রোডের নিষিদ্ধ পল্লীতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে একাধিক বাড়ী তল্লাশি করে ১১০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। গত ৫ই আগস্টের পর এটিই সর্বোচ্চ উদ্ধার অভিযান বলে জানিয়েছে নগরবাসী। এই ঘটনায় শহর জুড়ে আলোচনার ঝড় উঠেছে।
ওসি শিবিরুল ইসলাম ওসি হিসেবে কোতোয়ালী মডেল থানায় যোগদান করায় চুরি, ছিনতাই কমেছে, চুরি ছিনতাই রোধসহ তাদেরকে আইনের আওতায় আনতে থানায় যোগদান করেই টানা অভিযান চালিয়ে চিহ্নিত চোর ও ছিনতাইকারীদের গ্রেফতার করে পুলিশ, অনেকেই দাবি করছেন পুলিশের ভয়ে নগরী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে চোর, ছিনতাইকারীরা, রমেশসেন রোডে প্রায় ১১ মাস পর বড় ধরনের মাদক বিরোধী এই অভিযানের ফলে মাদকের ভয়াবহতা কমে আসবে বলে নগরবাসী মনে করছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি শিবিরুল ইসলাম জানান, যেখানেই মাদক সেখানেই অভিযান হবে, চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিদের আস্থানা এই নগরীতে হবে না, তিনি এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন