July 14, 2025, 5:24 am
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার সাংবাদিক পরিবার থেকে উঠে আসা তিন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ ফলাফল আমাদের সমাজে এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে ধরা দিয়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষায় তাদের কৃতিত্ব শুধু পরিবারকেই গর্বিত করেনি, বরং এটি প্রমাণ করে—সাংবাদিকতার মানবিক চর্চার আবহে বেড়ে ওঠা সন্তানেরাও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল হতে পারে।
🔹 জহিরুল ইসলাম জয়
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম জয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (A+) পেয়ে অনন্য সাফল্য অর্জন করেছে। সে সাংবাদিক হারুন অর রশীদ ও রুবিনা আক্তার দম্পতির সন্তান।
🔹 মোঃ আব্দুর রহমান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া আনোয়ারা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৪৪ অর্জন করেছে। সে সাংবাদিক আলাউদ্দিনের ভাতিজা এবং মোঃ শফিক মিয়া ও সালমা বেগম দম্পতির সন্তান।
🔹 আশফাক আহমদ মহসিন
দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আশফাক আহমদ মহসিন এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ৩.১৯ অর্জন করে উত্তীর্ণ হয়েছে। সে দোয়ারাবাজারের সিনিয়র সাংবাদিক ও কবি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী এবং নাসিমা আক্তার লোপা দম্পতির একমাত্র পুত্র।
এই তিন শিক্ষার্থীর প্রচেষ্টা ও সাফল্য আমাদের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে—সংস্কৃতিমনা ও মানবিক পরিবেশে শিক্ষার আলোয় আলোকিত হওয়া সম্ভব।
আমরা কামনা করি, এদের আগামী জীবন হোক নৈতিকতা, জ্ঞান ও মানবিকতায় পরিপূর্ণ।
আল্লাহ তাঁদের জীবনের পথকে আরও আলোকিত করুন—এই শুভকামনায় রইল অভিনন্দন ও দোয়া।