কৃতিত্বে উজ্জ্বল আগামী সাংবাদিক পরিবারের তিন শিক্ষার্থীর সাফল্য

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দোয়ারাবাজার উপজেলার সাংবাদিক পরিবার থেকে উঠে আসা তিন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ ফলাফল আমাদের সমাজে এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে ধরা দিয়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষায় তাদের কৃতিত্ব শুধু পরিবারকেই গর্বিত করেনি, বরং এটি প্রমাণ করে—সাংবাদিকতার মানবিক চর্চার আবহে বেড়ে ওঠা সন্তানেরাও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল হতে পারে।

🔹 জহিরুল ইসলাম জয়
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম জয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (A+) পেয়ে অনন্য সাফল্য অর্জন করেছে। সে সাংবাদিক হারুন অর রশীদ ও রুবিনা আক্তার দম্পতির সন্তান।

🔹 মোঃ আব্দুর রহমান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া আনোয়ারা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৪৪ অর্জন করেছে। সে সাংবাদিক আলাউদ্দিনের ভাতিজা এবং মোঃ শফিক মিয়া ও সালমা বেগম দম্পতির সন্তান।

🔹 আশফাক আহমদ মহসিন
দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আশফাক আহমদ মহসিন এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ৩.১৯ অর্জন করে উত্তীর্ণ হয়েছে। সে দোয়ারাবাজারের সিনিয়র সাংবাদিক ও কবি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী এবং নাসিমা আক্তার লোপা দম্পতির একমাত্র পুত্র।

এই তিন শিক্ষার্থীর প্রচেষ্টা ও সাফল্য আমাদের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে—সংস্কৃতিমনা ও মানবিক পরিবেশে শিক্ষার আলোয় আলোকিত হওয়া সম্ভব।

আমরা কামনা করি, এদের আগামী জীবন হোক নৈতিকতা, জ্ঞান ও মানবিকতায় পরিপূর্ণ।
আল্লাহ তাঁদের জীবনের পথকে আরও আলোকিত করুন—এই শুভকামনায় রইল অভিনন্দন ও দোয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *