বাবুগঞ্জে চলমান সড়ক উন্নয়ন কাজ নিয়েও উঠছে প্রশ্ন

বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

বাবুগঞ্জের রাস্তাঘাটের বেহাল দশা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহালেও কাজের কাজ কিছুই হয় না। অথচ সম্প্রতি কিছু এলাকায় উন্নয়নমূলক কাজ শুরু হলেও, সেই কাজের মান ও পদ্ধতি নিয়েই উঠছে বড় প্রশ্ন।

ছবিতে দেখা যাচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজগুরু ‘পাঁচরাস্তা ব্রিজ’ হইতে পশ্চিম দিকে বাবুগঞ্জ থানার সামনের রাস্তায় চলমান কাজের দৃশ্য। স্থানীয়দের অভিযোগ—কাজে নেই কোনো সুষ্ঠু পরিকল্পনা, নেই যথাযথ তদারকি। ফলে জনগণের ভোগান্তির পাশাপাশি অর্থের অপচয় হচ্ছে বলেই মনে করছেন অনেকে। এতে জনভোগান্তি চরমে পৌঁছায়। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম।
তিনি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দেন। স্থানীয় জনগণ জানান, সামান্য বৃষ্টিতেই সড়ক ভেঙে যায়, এতে জনজীবন স্থবির হয়ে পড়ে। তারা সঠিক পরিকল্পনায় স্থায়ী সংস্কার চান। উপজেলা প্রকৌশলী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সংস্কারকাজ শুরু হবে।

তবে প্রশ্ন থেকেই যায়—সমস্যাটা কোথায়? দোষটাই বা কার?
আপনার মতামত কমেন্টে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *