কালকিনি পৌরসভার অর্থ বছরের প্রায় ৫৩ কো‌টি টাকার বাজেট ঘোষণা

‌ মোঃমিজানুর রহমান,কালকিনি প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২ কো‌টি ৭লক্ষ ১ হাজার ৯৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। আজ বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মী ও পৌরসভার কমর্কর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ২ কোটি ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন তহবিল ৪৪ কোটি ৬৩ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ও সমাপনী জেরসহ বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৭ লাখ ১ হাজার ৯৬৬ টাকা। এসময় পৌর প্রশাসক ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রাকিব হাসান, উপসহকারী প্রকৌশলী মোঃ লিটন হোসেন ও উপসহকারী প্রকৌশলী হোসাইন শেখসহ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *