July 14, 2025, 8:29 pm
আরিফুর রহমান, মাদারীপুর:
মাদারীপুর জেলা সদর জামে মসজিদের সম্মানিত ইমামকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাদারীপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদারীপুর ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা।
উল্লেখ্য, গত ৭ জুলাই জেলা মডেল মসজিদের উদ্বোধনের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেন্টু খা নামের এক ব্যক্তি জেলা সদর জামে মসজিদের ইমামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
নেতৃবৃন্দ বলেন, “একজন ইমামের বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে কুরুচিপূর্ণ মন্তব্য করা শুধু একজন ব্যক্তির নয়, বরং গোটা ধর্মপ্রাণ মুসলিম সমাজের প্রতি অপমানজনক ও উস্কানিমূলক আচরণ। এটি ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা।”
সংবাদ সম্মেলনে তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেন্টু খাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পাশাপাশি অবিলম্বে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জেলা মডেল মসজিদের দ্রুত উদ্বোধনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা সভাপতি হযরত মাওলানা আলী আহমাদ (পীর সাহেব চন্ডীবর্দী), ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা জাহিদুল আলম খান, হেফাজতের জেলা যুগ্ম সম্পাদক মুফতী তাজুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, দারুল উলুম মাদরাসার মুহতামীম মুফতী মাহমুদ হাসান, খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল হাবীব এবং বিশিষ্ট চিকিৎসক ডা. আলতাফ হোসেন।
আরিফুর রহমান মাদারীপুর ।।