July 14, 2025, 8:13 pm
প্রেস বিজ্ঞপ্তি
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ০৯ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, গাইবান্ধা বরাবর মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
০১। মোঃ মমিনুর রহমান (৪০), মেসার্স তানিয়া বেকারী, জাংগালিয়া, বারকোনা, কামালেরপাড়া, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- বিস্কুট ও ব্রেড
০২। আরিফুল ইসলাম (আরিফিন) (৩৫), মেসার্স সাঈদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আরিফ খা, বাসুদেবপুর, রামচন্দ্রপুর, সদর, গাইবান্ধা; পণ্য- বিস্কুট
০৩। মোঃ গোলাপ শেখ (৩৫), মেসার্স আশা ফুড, লক্ষীপুর, তুলসীঘাট, সদর, গাইবান্ধা; পণ্য- বিস্কুট
০৪। মোঃ ফিরিজুল ইসলাম, (৪৬), মেসার্স ফাতেমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, দহিচড়া, জুমারবাড়ি, সাঘাট, গাইবান্ধা; পণ্য- ব্রেড
০৫। মোঃ সাহাবুল মিয়া (৩৫), মেসার্স সানজিদা ফুড প্রোডাক্টস, কামালেরপাড়া, সাঘাটা, গাইবান্ধা; পণ্য বিস্কুট ও ব্রেড
০৬। মোঃ নাজমুল হক (৪৯), মেসার্স নিলা বেকারী, উল্লা সোনাতলা, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- কেক
০৭। মোঃ রিপন মিয়া (৩২), মেসার্স তৃপ্তি বেকারী, জুমারবাড়ি, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- বিস্কুট ও ব্রেড
০৮। মোঃ মশিউর রহমান (৫০), মেসার্স সিয়াম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, মামুদপুর, জুমারবাড়ি, সাঘাটা, গাইবান্ধা; পণ্য- বিস্কুট ও ব্রেড
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।