March 12, 2025, 5:11 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। দুদকের মামলায় ফাঁসলেন বরিশাল-০২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক
এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম তালুকদার।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার স্ত্রীর নামে থাকা সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।
রোববার (২৩ ফেব্রুয়ারী) দুর্নীতি দমন কমিশনের ( দুদক) মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শাহে আলম তালুকদার ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে এক কোটি ৭৮ লাখ ৫৮ হাজার ৪৭০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন এবং তা নিজের দখলে রাখেন।
নিজের ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে জমা ও উত্তোলনসহ মোট ২৫ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৭৭২ টাকার অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে শাহে আলমের বিরুদ্ধে।
দুদকের মহাপরিচালক জানান, শাহে আলম তালুকদারের স্ত্রী আতিয়া আলম মিলির ৫৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রতীয়মান হয়েছে।
১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করে বিক্ষুদ্ধ জনতা। গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনকারী মো. নাইমুর রহমান হত্যা মামলার এজাহার নামীয় আসামী না হওয়া সত্ত্বেও অজ্ঞাতনামা আসামী দেখিয়ে ১৫ সেপ্টেম্বর বিকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মেহেদী হাসান তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে সেই থেকে সাবেক এ সংসদ সদস্য কারান্তরীণ রয়েছেন।#