দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মোংলায় কৃষিবিদ শামীম

শেখ সাইফুল ইসলাম কবির
বিশেষ প্রতিনিধি

“সাংবাদিকরা যদি টাকার কাছে মাথা নত না করে সত্য প্রকাশে অবিচল থাকে, তাহলে এ দেশ একদিন সত্য ও ন্যায়ের উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবে”
মোংলায় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন।

রবিবার (৬ জুলাই) দুপুরে মোংলার সার্বিক উন্নয়ন ও সাংবাদিকতার মান উন্নয়ন নিয়ে মোংলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। সাংবাদিকদের এ যাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

সভায় কৃষিবিদ শামীম সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মোংলা প্রেসক্লাবকে আধুনিকায়নের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেবো। আপনারা সত্য ও বোস্টনিষ্ঠু সংবাদ উপস্থাপন করুন, আমি আপনাদের পাশে আছি এবং আমৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে মোংলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের মোংলা প্রতিনিধি মোঃ আমির হোসেন আমু, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক অধ্যাপক কোহিনুর সরদার, সময় টেলিভিশনের মোংলা প্রতিনিধি মাহমুদ হাসান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, আমার দেশের মোংলা উপজেলা প্রতিনিধি খান আশিকুজ্জামান সহ মোংলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভাটি সাংবাদিকদের মধ্যে উৎসাহ ও দায়িত্ববোধের নতুন এক অধ্যায় তৈরি করেছে। সভার শেষে কৃষিবিদ শামীম প্রেসক্লাব প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং উন্নয়ন প্রকল্পের বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করেন। পরে তিনি প্রেস ক্লাবের উন্নয়ন এর জন্য নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *