আশুলিয়ায় পোশাক কারখানার কভার ভ্যানের চা-পায় ৫ বছরের শিশু নিহ-ত

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইউসুফ মার্কেট মোড়ে বেপরোয়া গতির কভার ভ্যানের চাপায় খাদিজা ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খাদিজা বরিশালের হিজলা থানার চকদুর্গাপুর গ্রামের ফারুক সরদারের মেয়ে। সে পরিবারের সঙ্গে ইউসুফ মার্কেট মোহাম্মদ আলীর বাসায় ভাড়া থাকতো এবং ইউসুফ মার্কেট মোড়ে তার বাবা একটি মুদি দোকানদার।

স্থানীয়রা জানায়, শনিবার (৬ জুলাই ২০২৫ইং) বিকেল ৩টার দিকে আশুলিয়ার নরসিংহপুর থেকে গাজীপুরের কাশিমপুরগামী একটি কভার ভ্যান ইউসুফ মার্কেট মোড়ে এসে খাদিজাকে চাপা দেয়। এ সময় খাদিজা দোকান থেকে বাসায় ফেরারসময় রাস্তা পাড়াপাড় হতে গেলে গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই সড়ক দুর্ঘটনার পর গাড়ি চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে আটক করেন, পুনরায় ঘটনাস্থলে তাকে নিয়ে আসেন জনতা। আটক চালকের নাম জুয়েল (২৭), পিতা সেলিম, গ্রাম বানাহাটি, থানা শ্রীপুর, জেলা গাজীপুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল এবং চালকের বেপরোয়া মনোভাবই দুর্ঘটনার জন্য দায়ী।

আশুলিয়া থানায় বিষয়টি জানানো হলে কর্তব্যরত ডিউটি অফিসার জানান, পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। পরে এসআই জসিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *