সেনবাগের কৃতি সন্তান আনোয়ার ভূঞার এম,এড ডিগ্রী অর্জন

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালী সেনবাগের কানুচর গ্রামের কৃতিসন্তান এ্যডভোকেট আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ভূঞা তাঁর শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ডিগ্রী অর্জন করেছেন। তিনি সদ্য মাস্টার্স পর্যায়ে (৪র্থ) এম.এড ডিগ্রি অর্জন করেছেন, যা তাঁর অব্যাহত অধ্যবসায়, দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি অগাধ শ্রদ্ধার প্রমাণ। এই অসাধারণ সাফল্যে তিনি সেনবাগবাসীসহ দেশের সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।নিজের এই শিক্ষাগত অর্জনের পেছনে যাঁরা সবসময় প্রেরণা ও সহায়তা হয়ে দাঁড়িয়েছেন, সেই পিতা-মাতা ও সম্মানিত শিক্ষাগুরুদের তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁদের অবদানে আজকের এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির নয়, সমাজ ও জাতির জন্যও পথ প্রদর্শক শক্তি—এই বিশ্বাসে তিনি আজীবন জ্ঞানের আলো ছড়িয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর এই অর্জন সেনবাগ তথা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষানুরাগী সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, যেন তিনি মানবসেবায় তাঁর জ্ঞানকে কাজে লাগাতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *