May 13, 2025, 11:58 am
এস মিজানুল ইসলাম।
বিশেষ সংবাদদাতা।। শনিবার ২৪ সেপ্টেম্বর বিকেল ৫ টায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল ইলুহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অগ্নিবীবীণা খেলাঘর আসরের সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অব:) পন্কজ রায় চৌধুরী, প্রধান অতিথি বরিশাল জেলা খেলাঘর আসরের সভাপতি নজমুল হোসেন আকাশ। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সমন্বয়ক নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক। খেলাঘর আসরের সভাপতি রুখসানা পারভিনের সভাপতিত্বে আলোচনা করেন বিশেষ অতিথি জেলা কমিটির সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, উপজেলা সভাপতি মোঃ মোশারফ হোসেন, ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সম্পাদক মিন্টু কুমার কর, প্রগতি লেখক সংঘের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, নতুনমুখ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মুজিবুর রহমান, খেলাঘর উপজেলা সম্পাদক মোঃ খাইরুল ইসলাম। সঞ্চালনা করেন অগ্নিবীণা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোঃ জুলকার নাইম সৌরভ। অনুষ্ঠানে তিনজন গুণি ব্যক্তিকে সংবর্ধিত করা হয়। এরা হলেন, বরিশালের প্রবীণ শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রবীণ খেলাঘর কর্মী মাওলানা মতিয়ার রহমান এবং মোঃ আব্দুল গনি মিয়া।
অনুষ্ঠানের পূর্বে সংগঠনের উদ্যোগে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং প্রকাশিত স্মরণিকা ” অগ্নিবীণা” এর মোড়ক উন্মোচন করেন বরিশালের প্রবীণ শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে। অনুষ্ঠানের শেষে অগ্নিবীণা খেলাঘর আসরের ২০২২-২৪ এর নতুন কমিটির সভাপতি রুখসানা পারভিন এবং মোঃ জুলকার নাইম সৌরভকে সম্পাদক করে ২১ সদস্যের নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।#