July 3, 2025, 7:51 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে চলতি এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষায় সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে সুলতান মাহমুদ পলাশ নামে মানবিক বিভাগের এ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কক্ষ পরিদর্শক। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু জানান, বহিস্কৃত ওই পরীক্ষার্থী সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজের শিক্ষার্থী এবং মানবিক বিভাগ থেকে সে পরীক্ষায় অংশগ্রহণ করে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।