February 23, 2025, 12:35 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ীর জামদহ মাল পাহাড়িয়া গ্রামে ৩দিনব্যাপী মাল পাহাড়িয়ার জাতিগত উৎসব পুন্ডাডিও-বসন্তবরণ আমলোবান উৎসব বা টাটহ্যে ক্ষাড়িয়ে পালিত হয়। আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই শ্লোগানকে সামনে রেখে জামদহ রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, গোলাই রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, নাপিতপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন ও ডাইংপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের আয়োজনে সিসিবিভিওর সহায়তায় এ উৎসব পালিত হয়।
উৎসবে আশেপাশের সমস্ত পাহাড়িয়া জনজাতির গ্রামসমূহ অংশগ্রহণ করে। উৎসবে পূজা অর্চনার সূচনাপর্ব, নতুন প্রকৃতির উদ্দেশ্যে প্রকৃতি পূজা, গ্রাম চালানী পর্ব, পারিবারিক পূজা অর্চনা অনুষ্ঠান, দুপুরের আহার, আলোচনা অনুষ্ঠান ও নিজ জনজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র শাখা কার্যালয়ের ইনচার্জ ও উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম।
সিসিবিভিও’র সমাজ সংগঠক রঞ্জিত সাউরিয়ার’র সঞ্চালনায় ও পাহাড়িয়া বাইসী পরিষদের সভাপতি ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য রঘুনাথ পাহাড়িয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়িয়া পরিষদের অভিলাস বিশ্বাস সিসিবিভিও’র প্রতিনিধি মাঠ কর্মকর্তা পৌল টুডু, সুশীল সমাজের প্রতিনিধি, অংশগ্রহণকারী রক্ষাগোলা সংগঠনের মোড়ল ও বিভিন্ন সাংস্কৃতিক দল। পরিশেষে অতিথিদের বিদায়ের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী।