July 3, 2025, 7:51 pm
আনোয়ার হোসেন,
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর বিএনপি’র ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার মুক্তিযোদ্ধ সংসদের হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুর বারটার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উদ্ধোধন করেন আগত অতিথি সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ। পরে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মো: শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে, ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কাজী কামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্য মো: আলমগীর হোসেন। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো: গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য মো: নজরুল ইসলাম খান প্রমুখ।
স্বরূপকাঠি পৌরসভার ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলে প্রধান অতিথির উদ্বোধনি বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। তাই আমরা তারেক রহমানের দেয়া ৩১ দফার আলোকে সুন্দর একটি বাংলাদেশ বির্নিমান করব। বাংলার ঘরে ঘরে ৩১ দফা পৌছে দেব।
স্বরূপকাঠী পৌর বিএনপি’র কাউন্সিল নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাকক নির্বাচিত করেন। দুপুর দেড়টায় গোপন ব্যালোটের মাধ্যমে ভোট শুরু হয়ে চারটায় শেষ হয়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ১০০ জন ভোটার তাদের ভোট প্রদান করে সভাপতি, সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাকক নির্বাচিত করেন। এতে ১নং ওয়ার্ড থেকে সভাপতি মোঃ নছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ২নং ওয়ার্ডে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান নান্টু, ৩নং ওয়ার্ডে সভাপতি মোঃ মহসিন মিলু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিল্লাল, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন, ৪নং ওয়ার্ডে সভাপতি আঃ সোবহান মিয়া, সাধারণ সম্পাদক, মোঃ হুমায়ুন কবির স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডে সভাপতি কাজী ফয়সাল শুভ্র, সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির রায়হান, ৬নং ওয়ার্ডে সভাপতি মোঃ চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাজী মনিরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়া, ৭নং ওয়ার্ডে সভাপতি মোঃ আনিছুর রহমান বাদল, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মন্টু মিয়া, ৮নং ওয়ার্ডে সভাপতি মোঃ মনিরুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল বিশ্বাস, ৯নং ওয়ার্ডে সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক আল আমিন।