July 3, 2025, 7:51 pm
হারুন অর রশিদ,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
‘চোরাকারবারি ও মানব পাচারকারী’ হিসেবে সংবাদমাধ্যমে নিজের নাম উঠে আসায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন’র পুত্র মো. এমরান হোসেন।
বুধবার (৩ জুলাই ২০২৫)দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি কোনো অপরাধে জড়িত নই। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’
সম্প্রতি কয়েকটি পত্রিকায় ‘মানব পাচারকারী এমরান হোসেন বিজিবির হাতে আটক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এমরান বলেন, ‘আমার বাবা আনোয়ার হোসেন ৩৫ বছর ধরে সৌদি আরবে পরিশ্রম করে আমাদের পরিবারকে গড়ে তুলেছেন। আমি নিজেও সৎভাবে মোটরসাইকেলে পরিবহন কাজ করে জীবিকা চালাই। অথচ এখন আমাদের বিরুদ্ধে চোরাচালান, ইয়াবা পাচার, এমনকি ‘মহিষের পেটে ইয়াবা পাচার’—এই রকম হাস্যকর অভিযোগও তোলা হচ্ছে।’
তিনি দাবি করেন, যাদের বিজিবি আটক করেছে তারা কেউই তাঁর পরিচিত নন। সংবাদে যেসব আত্মীয়ের নাম এসেছে, তারাও এসব কর্মকাণ্ডে জড়িত নন।
এমরান হোসেন বলেন, ‘কোনো ধরনের সত্য প্রমাণ, ভিডিও ফুটেজ বা লেনদেনের তথ্য থাকলে প্রশাসন যেন তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়। আমি তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত, তবে গুজবের ভিত্তিতে আমার ও আমার পরিবারের সম্মান নষ্ট না হয়।’
তিনি সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানান—তথ্য যাচাই ছাড়া এমন মানহানিকর সংবাদ যেন আর প্রকাশ না হয়। একই সঙ্গে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানান।
শেষে তিনি বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক, প্রবাসীর সন্তান—সেই সম্মান নিয়েই বাঁচতে চাই।’
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজ মিয়া, আজিম মিয়া, ইয়াকুব আলী, আব্দুছ সালাম, মহসিন প্রমুখ। এ সময় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।