বানারীপাড়া পৌরশহরের সড়কগুলো এখন জনগনের জন্য ম-রন ফাঁ-দ

বিশেষ প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া পৌরসভার সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে। সড়কগুলোতে ছোট বড় অসংখ্য পুকুরের মতো গর্তের সৃষ্টি হয়েছে। যার কারনে সড়কে চলাচলরত যানবাহন প্রায় দিনই বিপদের সম্মূখিন হচ্ছে।এ থেকে ঘটতে পারে বড় কোনো দূর্ঘটনা।পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত কোনো সড়কই মানুষের চলাচলের উপযুক্ত নেই।ফেরিঘাট থেকে বাসস্ট্যান্ড হয়ে হাসপাতালে প্রসূতি রোগী,বৃদ্ধ ও অন্যান্য অসুস্থ মানুষ চিকিৎসা নিতে আসে। কিন্তু সড়কের বেহাল দশা হওয়ার কারনে এসব মানুষ খরার উপরে মরার ঘা পরিস্থিতির শিকার হন।এছাড়াও ১ নং ওয়ার্ডের সকল সড়ক,২নং ওয়ার্ডের বন্দর বাজার হয়ে নাজিরপুর যাওয়ার বাইপাস ,কলেজ মোড় হয়ে নাজিরপুর যাওয়ার সড়ক,ডাকবাংলো হয়ে ৪,৫ ও ৭নং ওয়ার্ডে যাওয়ার সড়ক, বানারীপাড়া হাইস্কুলের সামনের ও পিছনের দুইটি বাইপাস,বানারীপাড়া কলেজ হয়ে হাইস্কুলে যাওয়ার সড়কসহ পৌরসভার সকল সড়কেরই এ বেহাল দশা।তাছাড়াও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাও নিম্নমানের হওয়ার কারনে বিভিন্ন সড়ক,মাঠ ও জলাশয়ে পানিবদ্ধতার সৃস্টি হয়।পৌরসভায় রয়েছে একটি কলেজ,একটি আলিম মাদ্রাসা, একটি ফাজিল মাদ্রাসা,তিনটি মাধ্যমিক বিদ্যালয়,দুইটি প্রাইমারি স্কুল, দুইটি কিন্ডারগার্টেন, কয়েকটি নূরাণী ও হাফেজি মাদ্রাসা।সড়কগুলোর অবস্থা খারাপ হওয়ায় এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়।

পৌরবাসী অভিযোগ করে বলেন নিয়মিত পৌর কর পরিশোধ করেও তারা পৌরসভা থেকে তেমন কোনো উন্নত সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না।তারা এর কারণ হিসেবে জানান বিগত সরকারের সময়ে অনেক ঠিকাদার আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন।তারা পৌরসভা থেকে বিভিন্ন কাজের কন্টাক্ট নিয়ে নিম্নমানের কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।যার ভুক্তভোগী হয়েছেন পৌরসভায় বসবাসরত কয়েক হাজার জনগণ।

সড়ক,ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য সমস্যা সম্পর্কে পৌর প্রশাসক মোঃ আহসান হাফিজের কাছে জানতে চাইলে তিনি জানান যে সকল সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে তা মেরামত করা,ড্রেনগুলো পানি চলাচলের উপযুক্ত করাসহ অন্যান্য যে সকল সমস্যা আছে তা দ্রুত সমাধানের জন্য তিনি তার পৌর কর্তৃপক্ষ জোর চেষ্টা চালাচ্ছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *