July 4, 2025, 1:49 am
বায়জিদ হোসেন,
মোংলা প্রতিনিধি।
মোংলায় আলোচনা সভা, কেক কাটা, র্যালী ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এনটিভি ২২ বছর থেকে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ৩ জুন (বৃহস্পতিবার) সকালে স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল ও মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ।
এ সময় বক্তারা বলেন, এনটিভি আস্থা, বিশ্বাস ও ভালবাসার প্রতীক। এনটিভি তাদের অর্জিত সুনাম ধরে রেখেছে। আশা করছি আগামীতে এনটিভি আরো বেশি সমৃদ্ধ হবে। এনটিভির সংবাদ নিরপেক্ষতার কারণে দিনকে দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এরপর এনটিভির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আর অনুষ্ঠান শেষে বের হয় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী।র্যালীতে আমন্ত্রিত অতিথিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।