July 3, 2025, 12:32 am
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের তত্ত্বাবধানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যটন স্পটে সপ্তাহ বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। গতকাল ময়মনসিংহ জেলার ভালুকায় অবস্থিত গ্রীন অরণ্য রিসোর্ট, ময়মনসিং শহরের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট, সিলভার ক্যাসেল রিসোর্ট, জয়নাল আবেদীন পার্ক, জয়নাল আবেদীন সংগ্রহশালা ও শশীলজ জাদুঘর সহ নেত্রকোনার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছে।
টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিওনের পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ব্যক্তিগতভাবে এসব জায়গায় গমন করেন এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপন করেন। তিনি বলেন, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই আমাদেরকে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। একটি জনবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলকে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।