সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের ই-ন্তেকাল

নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন এর ইন্তেকাল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য ভোর পাঁচটার সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেন মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

অদ্য সোমবার (১জুলাই ) আসর নামাজ বাদ সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার পরিবার সূত্রে জানা তিনি দীর্ঘদিন লিভার সমস্যা জনিত রোগে ভুগতেছিলেন, গত রবিবার থেকে তিনি বেশি অসুস্থ ছিলেন এবং সোমবার রাত সাড়ে আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন।

কামাল হোসেন স্বরূপকাঠি পাইলট স্কুলে দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করার এর পূর্ব তিনি অলংকারকাঠি মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষসকতা করিয়েছেন। তার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক ভালো কাজ করে গেছেন এবং তিনি ছিলেন একজন সাংস্কৃতিমন ব্যাক্তিত্ব। মৃত্যু কালে তিনি এক ছেলে এক মেয়ে, স্ত্রী সহ অনেক গুলোগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্ত শংকর মিস্ত্রি, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান মানিক,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল্লাহ প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *