January 3, 2025, 1:07 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
পাঁচবিবির আওলাই শিরতা মাদরাসায় নিয়োগ দেওয়ার নামে বাণিজ্য অতঃপর সংঘর্ষ-থানায় অভিযোগ

পাঁচবিবির আওলাই শিরতা মাদরাসায় নিয়োগ দেওয়ার নামে বাণিজ্য অতঃপর সংঘর্ষ-থানায় অভিযোগ

রিদয় হোসেন(সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসায় তিন পদে লোক নিয়োগের আগেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় শিরতা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিমনের চাকুরির জন্য টাকা দিয়েছিলেন গত শুক্রবার সন্ধ্যায় ওই মাদরাসায় তার ছেলেকে বাতিল করে নিয়োগ বোর্ড হচ্ছে এমন সংবাদ জানতে পেয়ে তার ছেলের চাকুরি বাবদ দেয়া টাকা ফেরত চাইতে গেলে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডলের হুকুমে তার লোকজনরা এলোপাথারী মারপিট করলে সাইদুল ইসলাম গুরুতর অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান ৷

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসায় অফিস সহকারী একজন,আয়া একজন এবং একজন নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই তিন পদে মোট ০৯জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের মেধা যোগ্যতা পরীক্ষা না করে ওই প্রতিষ্ঠানের সভাপতি আবু বক্কর সিদ্দিকের যোগসাজসে তিন পদের বিপরীতে তিন জনের কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করছেন। ইতিমধ্যে জমি ও সোনা গহনা বন্ধক রেখে প্রার্থীরা টাকাও দিয়েছেন বলে অভিযোগে জানা যায়।

ভুক্তভোগী সাইদুল ইসলাম তার ছেলের জন্য চাকুরি বাবদ পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যন জিহাদ মন্ডলকে নগদ (১ লক্ষ) টাকা দিয়েছেন গত ২৩ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিয়োগ বোর্ডের কার্যক্রাম শুরু হয় এমনই অবস্থায় সাইদুল ইসলাম উক্ত টাকা ফেরত চাইতে গেলে জিহাদ ও তার সহযোগীরা এলোপাথারী মারপিট করে সাইদুলের ডান চোখে গুরুতর যখম হয়৷ ওই সময় সাইদুল ইসলামের স্ত্রী লাভলী বেগুম স্বামীকে আগাইতে গেলে তাকেও মারপিট করেন৷ শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসায় গত ২৩ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে৷

ওই মাদরাসার অন্য তম প্রতিষ্ঠাতা সদস্য আলী আহম্মেদ তার পরিবারের একজনকে মাদরাসায় চাকুরির জন্য সুপারিস করে বোর্ড খরচ বাবাদ এক লক্ষ টাকা নির্বাচিত কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের হতে দিয়েছিলো অন্য প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আমার টাকা ফেরত দেন৷
তিনি বলেন আমার বাবা দাতা সদস্য আমি প্রতিষ্ঠাতা সদস্য আমাদের পরিবারের ছেলে মেয়ের চাকুরি না হলো এটা আমার সবচেয়ে বড় দুঃখ৷

দায়িত্বশীল সূত্রে যানা যায়, চাকুরি প্রত্যাশিদের টাকার অংকের পরিমান৷ কফিলউদ্দিনের ছেলে মামুনুর রশিদ নৈশপ্রহরি ১৮ লক্ষে রাফা দাফা করেন রুস্তমের স্ত্রী খুশি আয়া পদে ৮ লক্ষতে মিটিয়েছেন, গলাকাটা গ্রামের শাহিদুলের ছেলে রাব্বী অফিস সহকারি পদে সর্বচ্চ স্কোর ২৩ লক্ষতে সমঝতা করে চাকুরি প্রত্যাশিরা৷

এবিয়ষে জানতে চাইলে কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যন জিহাদ মন্ডল বলেন, আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেইনি আমার বিরুদ্ধে অভিযোগ সম্পর্ণ রুপে মিথ্যা৷ সাইদুল তার ভাগিনার টাকা নিয়েছে বলে শুনেছি তাদের নিজেদের মধ্যে কিছু ঘটতে পারে আমি ওখানকার সভাপতিও না কোন কিছু জানিও না৷

শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসার সুপার মো. রফিকুল আলম বলেন, অভিযোগ সঠিক নয়। এখানকার কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয়। সুবিধা না পেলেই তারা বিপক্ষে অবস্থান নেয়। নিয়োগ সংক্রান্ত কোন বিষয় ওদিন ছিলো না৷

প্রতিষ্ঠানের সভাপতি মো.আবু বক্কর সিদ্দিক মন্ডল বলেন, অর্থের কোনো লেনদেন হয়নি। নিয়োগের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই। নিয়োগ বোর্ডের কথা ছিলো ডিজি মহাদয় না আসায় যারা অভিযোগ করেছেন তারাই নিজ নিজ প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসক নূর নবী বলেন, লাভলীর হাত ও গলায় আঘাত পেয়েছে সাইদুলের চোখের নিচে ইন্জরি হয়েছে৷ আমাদের আলাদা চোখের ডক্টর আছে, তারা দেখবে৷

ভুক্তভোগী সাইদুল ইসলাম (২৪সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেন৷

ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সাইদুল ইসলাম নামের এক ব্যক্তি নিয়োগ সংক্রন্ত ও মারা মারি ঘটনায় কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তদন্ত স্বাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে৷

এবিষয়ে জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক বলেন,মাদরাসার বিষয়টি মাদরাসা বোর্ড দেখে, নিয়োগের বিষয়ে আমি কিছু জানি না যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ হয়েছে৷ আমি বিষয়টি দেখবো৷

এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক জান্নাতুন নাহার (দাখিল ও এবতেদায়ী) অফিস মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর,ঢাকা তিনি বলেন, রাজশহী বিভাগ শহীদ লতীফ বলতে পারবেন৷ তার দাপ্তিরিক ফোনে যোগা যোগ করা হলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি৷

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD