July 1, 2025, 4:16 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
চারঘাট পৌরসভার আয়োজনে সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় চারঘাট পৌরসভা হলেরুমে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে চারঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করেন পৌরসভার উচ্চমান সহকারী ফয়সল ইসলাম।
এবারে বাজেট ঘোষণা করা হয় ২৯ কোটি ১৫ লক্ষ ২১ হাজার ৯’শ ৭০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সওয়ারদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পি আইও ফরহাদ লতিফ, পৌর হিসাব রক্ষক মীর মোতাকাব্বের মুন্সী, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী