July 1, 2025, 10:08 pm
মোঃ সুমন ভূঁইয়া-
বরিশালের বাকেরগঞ্জের ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের পুইয়াউটা মাধ্যমিক বিদ্যালয়ের বাল্যবিবাহ প্রতিরোধে করতে,বাল্যবিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষনা ও ‘শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮’শে জুন শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের ক্লাস রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুইয়াউটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃএমদাদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ হুমায়ন কবির জলিলের সন্চালনায় মোঃশাকিল আহম্মেদ,সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তাও অতিথিরা বক্তব্য রাখেন।
শিশুদের জন্য সেইন্ট বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলার উদ্দেগ্যে সমাজিক ব্যাধি বাল্যবিবাহকে প্রতিরোধে শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তিমিরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের স:প্রধান শিক্ষক ও বাকেরগঞ্জ উপজেলা ছাএ,শিক্ষক ঐক্য পরিষদের প্রতিষ্ঠা ও সভাপতি জনাব, মোঃফজলুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,আফছার আলী কলেজের সহকারী অধ্যাপক,বাংলা বিভাগ জনাব,বশির উদ্দিন,মাস্টার মাসুদ হাসান,মোঃ জুয়েল হোসেন,প্রভাষক আক্তার হোসেন মেমোরিয়াল কলেজ,কাঁঠালতলী,মির্জাগঞ্জ।
বক্তারা বলেন, উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে নয়। মেয়েরা বুঝা নয়, সম্পদ। সমাবেশে উপস্থিত সবাই বাল্যবিবাহকে না বলেন।
অনুষ্ঠানে শিক্ষক ছাএ, ছাএী,অভিভাবক,এলাকাবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধকে বাস্তবায়ন করতে,ও প্রতিটি ছেলে,মেয়েকে সুশিক্ষিত করে গড়ে তুলতে আগামীর ভবিষ্যত গড়ার লক্ষ্যে
সুশিক্ষার অর্জন ও কর্মসংস্হান নিশ্চিত করে সুফল করতে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে উপস্থিত সকলের সাথে বিশদ আলোচনা সভার মধ্যদিয়ে ও ‘শীর্ষক অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়।