July 1, 2025, 10:00 pm
হেলাল শেখঃ চাঞ্চল্যকর ও বহুল আলোচিত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জিল্লুর রহমান ওরফে জিল্লুর (৫৫) কে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৪, সিপিসি-২ এবং র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার রাতে ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুর (পূর্বহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শনিবার (২৮ জুন) র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকা এই আসামী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করছিলো। অবশেষে র্যাব-৪ এর অধিনায়কের নির্দেশনায় র্যাব-৪, সিপিসি-২ এবং র্যাব-১৩ এর সমন্বয়ে গঠিত একটি টিম ছায়া তদন্ত শুরু করেন। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জিল্লুর রহমানকে চিহ্নিত করা সম্ভব হয় এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।