উজিরপুরে বিএনপি নেতার মৃ-ত্যু বিভিন্ন মহলের শো-ক

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের তিনবারের বিএনপি’র সাবেক সফল সভাপতি ও তিনবারের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য  আলহাজ্ব মোবারক হোসেন কালু মেম্বার। 

 ২৮ জুন শনিবার রাত ১:৩০ মিনিটে কিডনি সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫)। তিনি ৭ নং ওয়ার্ডের ধামসর গ্রামের অধিবাসী ছিলেন।মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুনিগ্রহ রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন  বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, উপজেলা  যুবদলের আহ্বায়ক আ খ ম শামসুদ্দোহা আজাদ, উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন রনি, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন জুগলু, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপির নেতা আলতাফ মাহমুদ মিলন হাওলাদার, সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  বিকেল জানাজা শেষে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *