আশুলিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হান্নানকে অভিনন্দন

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।

তিনি এক শুভেচ্ছা বার্তায় নবনিযুক্ত ওসির দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি হান্নানের দক্ষ নেতৃত্বে আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, গত ৫ আগষ্ট থেকে ইতিপূর্বে ১০ মাসে আশুলিয়া থানা থেকে ৫জন ওসি ও ১জন তদন্ত ওসি ক্লোজ বা বদলির ঘটনা ঘটেছে, জাতি জানতে চায় এই ঘটনা কোনো বড় ধরনের ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেয়া দরকার, পুলিশের বদলির চাকরি তবে অতিরিক্ত কোনকিছুই ভালো না। পুলিশের কাজে বাঁধা সৃষ্টিকারী যেইহোক না কেন কোনো ছাড় দেয়া হবে না। সবাইকে নতুন ওসি সাহেবকে সরকারি কাজে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। এরজন্য ওসি সাহেবও তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে সবার প্রত্যাশা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *