ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে ৩১ অ-পরাধীকে গ্রেফ-তার করেছে পুলিশ

আরিফ রববানী ময়মনসিংহ।।
যোগদান করেই সমাজের অপরাধ নির্মুলের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা জোরদার করতে কঠোরতার সহিত কাজ করছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।

ময়মনসিংহ শহরকে নিরাপদ আশ্রয় হিসাবে উপহার দিতে তার দিকনির্দেশনায় থানায় কর্মরত এসআই ও এএসআইগণ তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৩১অপরাধীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত সোপর্দ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কোতোয়ালী পুলিশ সুত্রে জানা গেছে- নবাগত ওসি শিবিরুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী পুলিশের একটি চৌকস টিম গত ২৫ জুন বুধবার বিকেলে নগরীর কৃষ্টপুর পাটগুদাম কেওয়াটখালী এলাকা দুলদুল ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী চোর ছিনতাইকারী জুয়ারী সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩১ জন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে পুলিশের অভিযান অব্যাহত চলছিলো বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালি মডেল থানার নবাগত ওসি সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। এ জন্য তিনি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চেয়েছেন

উল্লেখ্য ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম গত ২৪ জুন মঙ্গলবার বিকেলে কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ দায়িত্ব ভার গ্রহন করেন এবং দায়িত্ব গ্রহনের পরের দিন থেকেই সকলের সহযোগিতা কামনা করে শহরের চুরি, ছিনতাই, মাদক ব্যাবসা দমনে অভিযানে নামেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *