February 15, 2025, 9:39 pm
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
নলছিটির কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে ইমান উদ্দিন হাওলাদার কেন্দ্রীয় জামে মসজিদ ও জহুরা খাতুন মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশিষ্ট আলেম ও আমিরুল মুছলীহিন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান (নেছারাবাদী হুজুর) মসজিদ ও মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আশরাফ আলী হাওলাদার সুলতান মিয়া তার পিতা-মাতার নামে তাদের পৈতৃক ভিটায় অত্যাধুনিক এই ধর্মীয় প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে ইসলামিক সঙ্গীত পরিবেশন, কুরআন তেলাওয়াত ও ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। এছাড়া আরও বক্তব্য রাখেন আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. আবু জাফর, কড়াপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মকবুল হোসেন, ফয়রা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নেছারাবাদী হুজুর বলেন, “একটি প্রত্যন্ত অঞ্চলে এমন সুন্দর মসজিদ ও মাদ্রাসা নির্মাণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। দ্বীনি শিক্ষা ও ইবাদতের এই প্রতিষ্ঠান যেন সুসংগঠিতভাবে পরিচালিত হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আশরাফ আলী হাওলাদার সুলতান মিয়া। তিনি বলেন, “আমার বাবা-মায়ের নামে এই প্রতিষ্ঠান নির্মাণ করতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে যেন এটি দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা হয়ে থাকে, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।