তেঁতুলিয়ায় ৯ লাখ টাকার সার জ-ব্দ ৪ ব্যবসায়ীকে অর্থদ-ণ্ড 

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়মবহির্ভূতভাবে সার মজুত ও বিক্রির অপরাধে তিন খুচরা ব্যবসায়ী ও এক বিএডিসি ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ৯৬০ বস্তা সার। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫৯ হাজার টাকা।

গতকাল শুক্রবার (২০ জুন) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত শালবাহান ও তিরনইহাট ইউনিয়নে

 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম ও সেলিম উদ্দিনের গুদামে নির্দেশনাবহির্ভূতভাবে মজুতকৃত ২২৫ বস্তা সার জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিরনইহাট ইউনিয়নের তিরনই বাজারে মেসার্স ফারুক ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই মজুত রাখা ৭৩৫ বস্তা সার জব্দ করা হয়।

তিন খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং বিএডিসি ডিলার মেসার্স সালমা এন্টারপ্রাইজের মালিক আব্দুল বাসেতকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *