July 1, 2025, 6:56 pm
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
নেছারাবাদে মাখন লাল মৃধা (৮৭)বয়স্ক এক ব্যাক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। পরিবারের দাবি রোগ শোকে জর্জরিত ছিল তাই মানসিক টেনশন থেকে আত্মহত্যা করেছে।
নেছারাবাদ উপজেলার জুলুহার গ্রামে ঐ ঘটনা ঘটে। তিনি জুলুহার গ্রামের মৃত ভুভনেশ্বর মৃধার ছেলে। তিনি দীর্ঘ দিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুকতেছিলেন। রোগশোক এবং মানসিক টেনশনের কারনে আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা যায়।
তার পরিবার সূত্রে জানা যায়। স্ত্রী মারা যাওয়ার মানষিক ভাবে ভেঙে পড়েন এবং রোগশোকে ছিলেন জর্জরিত এবং বেশির ভাগ সময় ঝালকাঠি তার ছেলে মেয়েদের কাছেই থাকতো। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি থেকে সকাল ছয়টার দিকে বাড়িতে আসে এবং দুপুরে একটার দিকে খবর পান বাবা নীজ বাসায় বসে কীটনাশক পান করেছেন। ছোট ভাই ঘটনা জানতে পেরে তাকে ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বলেন, ডায়াবেটিসের রোগী ওয়াশ করা যাবে না তাকে মেডিসিন দিয়ে ওয়াশ করাতে হবে। তখন তাকে উম্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, আত্মহত্যার খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এসে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।