পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় রুপান্তর কর্তৃক আয়োজিত পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে পাইকগাছা পোনা ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুরাম মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার সাব-ইনেসপেক্টর নূর আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন রাজা। পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধে সার্বিক বিষয় উপস্থাপন করেন রুপান্তর এর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের অফিসার সাকী রেজাওয়ানা । বক্তব্য রাখেন পাইকগাছা চিংড়ি বিপনন সমবায় সমিতির সভাপতি জিন্নাত সানা, আছাদুল ইসলাম, আঃ গনি, হৃদয় কুমার দাস,সাবিনা ইয়াসমিন, সুশান্ত,ইমা খানম উপস্থিত ছিলেন রুপান্তর এর ইয়ুথ ফোরামের সদস্য রাকিবুল ইসলাম, কৃষ্ণা চক্রবর্তী,ছন্দা, সজিব প্রমুখ।
পাইকগাছায় পলিথিন ও প্লাষ্টিক দূ-ষণ প্রতিরো-ধ কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply