পাইকগাছায় হ-তদরিদ্র কিনা গাজীর বসতঘর আ-গুনে পু-ড়ে ভস্মি-ভূত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে মৃতঃ নিজাম গাজীর ছেলে হতদরিদ্র কিনা গাজীর গোলপাতার বসতঘরটি আগুন পুড়ে ঘরের আসবাবপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস পত্র ক্ষতি সাধিত হয়েছে । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। সরেজমিনে জানাযায় গত শুক্রবার বিকেলে কিনা গাজী প্রতিবন্ধী ছেলে রুবেল মারাত্মক অসুস্থ হলে স্বামী স্ত্রী ছেলেকে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করে ছেলের সাথে থাকে। সোমবার সকাল ৯ টার দিকে তার বসতঘরে পাশে গোয়াল ঘরে আগুন লাগে। কিছুক্ষনের মধ্যে কিনা গাজী বসতঘরে চালে ও আগুন লেগে ঘরের চালও ভিতরে থাকা আসবাবপত্র ব্যহারের কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় লক্ষাধীক টাকার জিনিস ক্ষতি হয়। স্থানীয়রা পরে কিনা গাজী কে সংবাদ দিলে তার ক্ষতি দেখে নিজ হতভঙ্গ হয়ে যায়। এব্যাপারে কিনা গাজী বলেন আমার প্রতিবন্ধী ছেলে রুবেল (২৪) কে নিয়ে গত শক্রবার বিকেলে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করি,ছেলের সাথে আমি ও আমার স্ত্রী হাসপাতালে ছিলাম। সোমবার সকালে বাড়ী থেকে ফোনে জানাই আমার ঘরে আগুন লেগে ঘর পুড়ে গেছে। আমি বাড়ীতে যেয়ে দেখি ঘরের ভিতর সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমি একজন হতদরিদ্র মানুষ আমার ৩ শতক ভিটাবাড়ী জায়গা ছাড়া কোন জমি নাই।আমার একমাত্র ছেলে সে প্রতিবন্ধী কোনরকম কাজ কাম করে জীবন জীবিকা নির্বাহ করি। স্ত্রী শাকিরা বেগম সে রোগগ্রস্ত সংসার চালানো হিমশিম খেতে হয়। বর্তমানে আমার প্রতিবন্ধী ছেলে এখনো হাসপাতালে ভর্তি । নতুন করে বসতঘর নির্মাণ করা আমার সমাার্থন নাই। সমাজের বিত্তবান ও সরকারি ভাবে সাহায্য পেলে বসতঘরটি সংস্কার করে প্রতিবন্ধী ছেলে ও রোগগ্রস্ত স্ত্রীকে নিয়ে বসবাস করতে পারবো। স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার বলেন কিনা গাজী একজন হতদরিদ্র মানুষ,তার ঘর পুড়ে গেছে এমন ঘটনা আমার জানা নাই।

প্রেরক,
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *