ভালো নে-ই খুকুমনি, সুস্থ হয়ে আবার স্কুলে যেতে চায়

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী খুকুমনি (১৩)। অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরার। কিন্তু হঠাৎ প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়ে পড়ে এই শিক্ষার্থী। তার পিত্তথলি, খাদ্যনালী ও কলিজায় ধরা পড়েছে পাথর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছে খুকুমনি। অনেক ডাক্তারের কাছে গেলেও কেউ তার রোগ নির্ণয় করে পারেননি। গত দুই মাস আগে আবার পেট ব্যথা বেড়ে যায়। ওই সময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট ডা. খন্দকার মনিরুল আলম রাসেলের কাছে নেওয়া হলে তিনি খুকুমনির প্যানক্রিয়াটাইটিস রোগটি নির্ণয় করেন। চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করার কথা জানান। এজন্য প্রয়োজন প্রায় দুই-তিন লাখ টাকা।

খুকুমনি উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ডাংগাবাড়ি গ্রামের খোকন মিয়ার মেয়ে। বাবা দর্জির দোকানে কাজ করেন। দুই বছর ধরে তিনি নিজেও অসুস্থ। ডায়াবেটিসের পাশাপাশি তিনি টিবি রোগে ভুগছেন। ভিটেমাটি ছাড়া তার আর কোনো কোনো জায়গা জমি নেই তাদের। সহায়তা ও ধারদেনা করে এতদিন মেয়ের চিকিৎসা করিয়েছেন তিনি। এখন তার পক্ষে মেয়ের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও সহপাঠীরা।

খুকুমনি জানায়, আমার অনেদিন ধরে পেট ব্যথা তারপরও নিয়মিত স্কুলে গেছিলাম। গত দুইমাস হলো পেট ব্যথা বেড়ে গেছে। এখন আর স্কুলে যেতে পারি না। ডাক্তার বলেছে আমাকে দ্রুত অপারেশন করাতে। কিন্তু এত টাকা আমরা কোথায় পাব। বাবাও তো দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে বলতেছি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারি।

খুকুমনির সহপাঠী রিয়া জানায়, খুকুমনি আমার বান্ধবী। সে আমাদের সাথে নিয়মিত স্কুলে যেত। অসুস্থ হওয়ার কারণে এখন আর যেতে পারে না। সে যেন সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারে এজন্য আমরা দোয়া করছি। সবাই যদি তার অপারেশনের জন্য সহযোগিতা করে তাহলে হয়তো সে আমাদের সাথে আবার স্কুলে যেতে পারবে।

খুকুমনির মা ইতি আক্তার বলেন, মেয়েটাকে অনেকদিন ধরে আমরা চিকিৎসা করাইতেছি। চিকিৎসা করাতে গিয়ে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এর মধ্যে ওর বাবার ডায়াবেটিস আবার চার মাস আগে টিবি রোগ ধরা পড়েছে। এখন কিভাবে যে মেয়ের চিকিৎসা করাবো। আপনারা সকলে যদি একটু দয়া করে সহযোগিতা করেন। তাহলে হয়তো আমার মেয়েটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে আসতে পারবে।

খুকুমনির বাবা খোকন মিয়া বলেন, আমি নিজেই অসুস্থ। এর মধ্যে আমার মেয়েটারও সমস্যা ধরা পড়ল। দীর্ঘ চার বছর ধরে মেয়ের চিকিৎসা করতে টাকা পয়সা যা ছিল সব কিছু শেষ। আমি আর কুলাইতে পারছি না। এখন তার অপারেশন করতে প্রায় দুই-তিন লাখ টাকার প্রয়োজন। আমি দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমার মেয়েটা যেন সুস্থ হয়ে উঠে।

প্রতিবেশী আশিক হাসান বলেন, খুকুমনি একজন মেধাবী ছাত্রী। সে দীর্ঘদিন ধরে অসুস্থ। তার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল খরচ চালানো অসম্ভব। বাংলাদেশ সরকারসহ যারা বৃত্তবান আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।

সাহায্য পাঠাতে পারেন : খোকন মিয়া, হিসাব নম্বর ২০৫০২৪৩০২০১৯৭২২১৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পঞ্চগড় শাখা। এছাড়াও সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ অথবা নগদের মাধ্যমে ০১৭৪৪৩৪২১৭৮

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *