July 1, 2025, 4:20 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্র্Íগত সাগরকান্দি ইউনিয়নে স্থানীয় ক্ষেতে গরু যাওয়া নিয়ে দ্বন্দ্বে আশিক মন্ডল নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মো. আশিক মন্ডল ওই গ্রামের সন্তেশ মন্ডলের ছেলে।
জানা যায়, মঙ্গলবার(১৭ জুন) বিকেলে প্রতিবেশী আরোফ মৃধার ভট্টাক্ষেত গরু যায়। সেই গরু আশিকের মায়ের বলে তার মাকে মারপিট করা হয় । পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশী আরোফ মৃধার কাছ যান এবং ভুল স্বীকার করে ক্ষমাও চান। কিন্তু এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন আশিককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যায় আশিক।
এদিকে কিশোর আশিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এই হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
। বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কিশোর আশিককে পিটিয়ে হত্যার ঘটনায় বুধবার আশিকের ভাই নুর ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি