July 18, 2025, 3:09 pm
নোয়াখালীর সেনবাগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মমিন উল্লাহ র উপর ছমিরমুন্সীর হাটে সন্ত্রাসী হামলা ও হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।১৭ জুন বুধবার সকালে পৌর শহরে অনুষ্ঠিত, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম টিপুর নেতৃত্বে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।এসময় পৌর কাউন্সিলর মহিন উদ্দিন, যুবদল নেতা মামুন মেম্বার, সাবেক ছাত্র নেতা মনির হোসেন জুলেট, দিদার হোসেন সোহাগসহ অনেকেই উপস্থিত ছিলেন।এসময় বক্তারা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে,
অবিলম্বে উক্ত হামলার ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।