বাবুগঞ্জে ব্রীজ নয় যেন এক ম-রন ফাঁ-দ

কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও একই উপজেলার পাশ্ববর্তী কেদারপুর ইউনিয়নের একমাত্র সংযোগ ব্রীজ যাহা কিচমত ঠাকুর মুল্লিক গ্রামে যাওয়ার এক মাত্র মাধ্যম এই ব্রীজ পেরিয়ে প্রতি নিয়ত কয়েক শতাধিক কচিকাঁচা স্কুল মাদ্রসা ও কলেজ গামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত তাদের বিদ্যা শিক্ষা নিতে বিদ্যালয় যেয়ে থাকেন। দীর্ঘ দিনের পুরাতন ব্রীজটি সংস্কারের অভাবে আজ মরন ফাঁদে পরিনত হয়েছে।

এ থেকে কোন যানবাহন চলাচল করতে না পারায় মানুষকে পরতে হচ্ছে ব্যাপক ভোগান্তিতে। এবং ব্রিজটি দিয়ে সাধারণ মানুষ পার হতেও ব্যাপক হিমশিম খাচ্ছে। যে কোন সময় পারাপারে ব্রীজটি উপচে পরে জীবন বিপন্ন হতে পারে বলে মনে করছেন ওই এলাকার লোকজন ।

ব্রীজটি যেন এক মরন ফাঁদে পরিনিত হচ্ছে বলে মনে করছেন তারা। এ নিয়ে শংকায় দিন কাটাচ্ছেন ওই এলাকার ব্রীজ পারাপারে নিজ গন্তব্যে যাওয়ার কয়েক শতাধিক মানুষ। তাই ব্রীজটি দ্রুত নির্মান করে জন দূর্ভোগ লাঘবে কর্তৃ পক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *