বিরামপুরে উচ্ছে-দ অভি-যানে ঘরবাড়ি হারা মানুষের পাশে এবি পার্টি নেতা ব্যারিস্টার সানী

দিনাজপুর, প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পশুহাটে গত বৃহস্পতিবার দীর্ঘ ৫০ বছর ধরে বসবাসকারী ভূমিহীন ৬২টি পরিবারের প্রায় তিন শতাধিক অধিবাসীদের বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে। যার ফলে আকস্মিক এই ঘটনায় বাস্তুহারা পরিবারগুলো এখন খোলা জায়গায় প্রয়োজনীয় খাদ্যের অভাবে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। এছাড়াও বিকল্প পূনর্বাসনের কোনো ব্যবস্থা না থাকায় তারা মানবেতর জীবন যাপন করছে।

সেবা ও সমস্যা সমাধানের বার্তা নিয়ে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক রবিবার সন্ধ্যা ৭টায় বাস্তুচ্যুত এলাকা পরিদর্শন করেন ও তাদের দাবী-দাওয়া এবং সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, ‘আমাদের এই সমাজ ব্যবস্থার ভিত্তিমূলে রয়েছে মানুষের মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা অর্জন। এর মধ্যে মানুষের নিরাপদ আবাসস্থল একটি। বাসস্থানের নিশ্চয়তা না থাকলে একটি পরিবার কখনো স্বাবলম্বী হতে পারে না। তাই ভূমিহীনদের মাঝে সরকারী ভাবে বাসযোগ্য স্থান বরাদ্দের মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব।’

এরপর এবি পার্টি নেতা ব্যারিস্টার সানী আব্দুল হক প্রশাসনের বিভিন্ন দপ্তরে টেলিফোনে কথা বলে বাস্তুচ্যুত পরিবারগুলোর পূনর্বাসনের দাবীর বিষয়টি কর্মকর্তাদের অবহিত করেন।

পরিদর্শনকালে এবি পার্টির দিনাজপুর জেলার যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার, নবাবগঞ্জ উপজেলার সদস্য সচিব ওয়াহেদুজ্জামান, সহকারী সদস্য সচিব শফিকুল ইসলাম, হাকিমপুর উপজেলার সদস্য সচিব আনোয়ার মাহফুজ, এবি যুব পার্টির সদস্য তানভীর আহমেদ সহ বাস্তুহারা ৬২টি পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *