নেছারাবাদের চিলতলা বাজারে আ-গুন ক্ষ-য়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক টাকা

নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা বাজারে আগুন লাগে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক টাকা।রোববার সকাল ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. ইউনুস মেকার, মো. রিয়াদুল ইসলাম, ওহাব মিয়া, এবং আবুল কালামের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়েছে। জানাগেছে ঐ ভিটির মালিক স্থানীয় মো. বাদশা মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর জন্য পানি ও বালতির সাহায্যে চেষ্টা চালান। তাছাড়া স্থানীয় মালিকানাধীন ২ টি পানির পাম্প প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়রা বলেন, নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় দ্রুত উপস্থিত হতে পারেনি। এছাড়াও, ফায়ার সার্ভিসের পৌঁছাতে নদী পারাপার এবং চলাচলের অনুপযোগী রাস্তা বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে আগুন নেভাতে প্রাতিষ্ঠানিক সহায়তা না পাওয়ায় ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

দৈহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে দোকানে রাখা মুদিমাল, কসমেটিকস, ইলেকট্রনিক সামগ্রী ও কাঁচামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান,আমারা খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকাবাসী মিলে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *