গুরুদাসপুর গ্রামবাসীর শ্রমে নিজস্ব অর্থায়ন রাস্তা সংস্কার

মোল্লা মোঃ এম এ রানা নাটোর জেলা প্রতিনিধি
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ৬নং চাঁপিলা ইউনিয়নের তেলটুপি ব্রীজ থেকে উত্তর দিকে পুঠিমারী দক্ষিণপাড়া মসজিদ পর্যন্ত ২০০ মিটার কাঁচা রাস্তা গ্রামবাসীর নিজস্ব অর্থায়ন ও নিরলস শ্রমের বিনিময়ে ইঁট বালির দ্বারা আজ ১৫ জুন তারিখে সংস্কার করা হয়। নিঃসন্দেহে চমৎকার এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে গ্রামবাসীরা। রাস্তাটির সংস্কার কাজে প্রায় এক লক্ষাধিক টাকা ব্যয় হয়।
গ্রামবাসীর এমন মহৎ উদ্যোগে আজ পহেলা আষাঢ় যাতায়াতের দীর্ঘদিনের অসুবিধা দূর করতে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। এতে করে আসন্ন বর্ষাকালে গ্রামবাসীদের অনেক দিনের সমস্যার সমাধান হবে বলে সকলেই আশাবাদী।
পুঠিমারী দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ ইউসুফ আলী গ্রামবাসীর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানান। এ সংক্রান্তে ওই এলাকার কৃতি সন্তান মাহবুব-এ-খোদা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছড়া পোষ্ট করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। গ্রামবাসীকে নিয়ে ধরণের লেখা ভাল কাজে আরো অনুপ্রাণিত করবে বলে বোদ্ধা মহলের অভিমত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *