July 19, 2025, 2:01 am
পঞ্চগড় প্রতিনিধি ।।
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৫ বাংলাদেশীকে ঠেলে দিয়েছে। আজ শনিবার ভোরে তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
বিজিবি জানায়, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনস্থ তেঁতুলিয়া উপজেলার শালবাহান পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিত গছ ক্যাম্পের সদস্যরা ৫ জনকে পুশইন করে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,নড়াইল জেলার নড়াইল থানার গোবরা পোস্ট এলাকার বিরগ্রাম গ্রামের মৃত ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে কল্পনা রানী বিশ্বাস (৩৭), যশোর জেলার অভয়নগর থানার শ্যামনগর গ্রামের মৃত মকবুল শেখের ছেলে মো.তরিকুল ইসলাম (৪২), যশোর জেলার শারশা থানার বড় কলোনী গ্রামের মো.মারফত আলী গাজীর ছেলে মো.কোরবান আলী (২৭), একই এলাকার মারফত আলী গাজীর মেয়ে ফারজানা মারফত আলী গাজী (২৩) ও একই এলাকার মো.কোরবান আলীর স্ত্রী নাজমা আক্তার (২৭)। তাদের ৫ জনের বাড়ি যশোর জেলায় বলে জানিয়েছে। তাদের মধ্যে এক নারী গর্ভবতীয় থাকায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকাল ৯ টায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে জিডিমূলে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু’র জানান, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের নিরাপত্তায় আমার তত্বাবধানে তেঁতুলিয়া নতুন ডাকবাংলো ২টি কক্ষে তাদের হেফাজতে রাখা হয়েছে । তাঁদের পরিচয় নিশ্চিতের পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা কাছে হস্তান্তর করা হবে।