July 19, 2025, 11:08 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৭ জন আসামিকে আটক করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, পৃথক অভিযানে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানার ৬ জন ও নিয়মিত মামলায় ১ জন মোট ৭ জন আসামিকে আটক করা হয়। আটককৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে তরিকুল ইসলাম, রেজাকপুর গ্রামের মৃত আলতাফ গাজী বাবলুর রহমান বাবলু, একই গ্রামের সৈয়দ জালাল হোসেন এর ছেলে রেজাউল হোসেন, রাড়ুলী গ্রামের আমির আলী গাজীর ছেলে শাহিনুর রহমান গাজী, গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের জয়নাল মিস্ত্রীর ছেলে আল-আমিন মিস্ত্রি, চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আরশাদ সানার ছেলে বিল্লাল সানা এবং নিয়মিত মামলার আসামি পৌরসভার বাতিখালী গ্রামের মৃত কাওসার আলী গাজীর ছেলে আতিয়ার রহমানকে আটক করা হয়।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৭ জন আসামিকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।