সুনামগঞ্জ শহরে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য যাত্রীদের মানববন্ধন ‎

কে এম শহীদুল সুনামগঞ্জ:

সুনামগঞ্জ ‎পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার সকাল সাড়ে ১১ টায় আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সচেতন সুনামগঞ্জ বাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেন’র সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাউস’র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ,জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, সুজন’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন মসিউর রহমান রাসেল, ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, তৃষ্ণা আক্তার রুশনা, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, বিশ্বজনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য আনহার সাকিবসহ ভূক্তভোগী সাধারণ মানুষেরা।

‎এসময় বক্তারা বলেন, পৌর শহরে অযৌক্তিক ভাবে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে অটোরিকশা ও ইজিবাইক সংগঠনের প্যাডের মাধ্যমে। অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন যাত্রী ও চালকদের ঝগড়া হয় তর্কাতর্কি হয়। যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মেনে নেননি। সেকারণে যাত্রী ও, চালক ও অটোরিকশা মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। যে ভাড়া নির্ধারণ করলে চালক ও যাত্রী দু’পক্ষই সহমত হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও চালক রা মানে না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
‎এছাড়াও মানববন্ধনে উপস্থিত যাত্রীরা তারা দাবি করেন, দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, কোন অবস্থাতেই আলফাত স্কয়ার উদ্দিন ট্রাফিট পয়েন্টকে অটো বাইক রিক্সার স্টেশন বানানো যাবে না।পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, চালক, মালিক, পৌর প্রশাসক, ও প্রশাসন সহ সকল পক্ষের সাথে আলোচনা করে পৌর প্রশাসনের প্যাডে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, অটোরিকশার ডান পাশ স্থায়ী ভাবে বন্ধ রাখা। যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, ফিটনেস বিহীন অবৈধ যানবাহন নিষিদ্ধ করা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তাদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বৃহৎ পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধনে বক্তারা।##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *