দুধের গুণের বার্তা ছড়িয়ে রাজশাহীর গোদাগড়ীতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। ‘‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’’ এই স্লোগানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার রাজবাড়ীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে রোববার সকাল ১০ টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাজাবাড়ী হাট থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজনদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের প্রশিক্ষণ ভবনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতোয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোজাফফর হোসেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শায়লা শারমিন
পবা উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা সুব্রত কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, খামরি , স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সুধিজন।

আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, শিশুদের মেধাবিকাশ ও বাড়ন্তর জন্য প্রত্যেক শিশুকে দুগ্ধ পান করা প্রয়োজন। এছাড়াও সকল বয়সী মানুষের জন্য দুধ পান সকলের জন্য উপকারী। এই এলাকার খামারিদের উন্নয়নের জন্য কাজ করা প্রয়োজন। তিনি সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি ভাবে যেসব প্রতিষ্ঠান গরু পালন করে দুধ মাংস উৎপাদন করে তাদের এগিয়ে আসার আহ্বান জানান

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও রাজশাহী অঞ্চলের দুগ্ধ উৎপাদন, গরু পালন ও খামারিদের উন্নয়ন নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, রাজাবাড়ী হাট দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের সহকারি পরিচালক ডা. ইসমাইল হোসেন।

পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর পর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিশুসহ সকলকে নিরাপদ দুধ পান করানো হয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *