নানা আয়োজনে নলছিটিতে বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে
পরিচ্ছন্নতায় দেশব্যাপী পরিচিত সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
“এই শহর আমার,এই দেশ আমার,পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার।আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয়” এই স্লোগান নিয়ে ২৭ জানুয়ারি সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ফারহানা খান মিথিলা,উপজেলা বন কর্মকর্তা মো:শহিদ উদ্দীন,উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খলিফা,নলছিটি পৌরসভার নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,বিডি ক্লিন নলছিটির উপদেষ্টা শাহদাত ফকির,সমাজসেবক নাসিম হোসেন,মেহেদী হাসান সমর,যুব উদ্যোক্তা আখতারুজ্জামান,মো:রিয়াদ তালুকদার,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিডি ক্লিনের সদস্যরা।
বিডি ক্লিন নলছিটির সমন্বয়ক মো:আতিক খান এবং সদস্য সুমি আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নলছিটি বিডি ক্লিনের উপ সমন্বয়ক মারজান খান,শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী বালী তূর্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ফারহানা খান মিথিলা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
বক্তব্য শেষে সম্মিলিত নৃত্য ও বিডি ক্লিনের বিশেষ ডকুমেন্টরি প্রদর্শনী,সংগীত পরিবেশন,প্রীতি ক্রিকেট ম্যাচ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিকেল পাচটায় দিন ব্যাপী এ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *