July 29, 2025, 4:36 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। কাস্টমস বিভাগের অ্যাসিষ্ট্যান্ট কমিশনার (অবসরপ্রাপ্ত) ৭১’র মুক্তিযোদ্ধা সৈয়দ সিদ্দিকুর রহমান (৭০) আর নেই। শনিবার ২৫ জানুয়ারী সকাল পৌণে ১১টায় ঢাকার বসুন্ধরার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
ব্রেন স্ট্রোকের কারনে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন (শনিবার) বাদ মাগরিব ঢাকায় বসুন্ধরার ডি ব্লক জামে মসজিদে প্রথম ও রোববার ২৬ জানুয়ারী সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার খলিশাকোঠা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত করা হয়।
এ সময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান, ণথানার ওসি মো. মোস্তফা, উপজেলার সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম সরদার, সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বশির আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান, চাখার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মরহুম সৈয়দ সিদ্দিকুর রহমান বানারীপাড়া থানা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল ।