January 27, 2025, 5:01 pm
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখার অংশ হিসেবে মাঠ পর্যায়ের মানুষদের মাঝে তুলে ধরতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
জনসভায় ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কাজী আব্দুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনূল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা প্রমুখ।
অনুষ্ঠানে কেন্দ্রীয়, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।