July 29, 2025, 4:38 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী’র আয়োজনে ২৫ জানুয়ারি বেলা ১১ টায় বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান এবং তিনি পিঠার ষ্টল ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত থেকে উৎসব উপভোগ করেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পাটিআমলাই ফাজিল মাদরাসার সহকারি অধ্যক্ষ মাহবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার, ক্বরদে হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মাহবুব উর রহমান, ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ফয়জুল ইসলাম, সাবিহা ইয়াসমিন, সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক তফিকুল ইসলাম, ব্যায়াম সংগঠন “প্রয়াস” এর ট্রেনার বেলাল হোসেন সহ শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ। ব্যাতিক্রমি এই পিঠা উৎসবে প্রায় ২ শতাধিক বিভিন্ন প্রকার পিঠা তৈরি ও পরিবেশন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের হৃদয় ছোয়া প্রচেষ্ঠায় অসংখ্য প্রকার পিঠার সমাহার সম্ভব হয়েছে বলে ক্রেতাগনণ জানান। সবশেষে তারুণ্যের পিঠা উৎসবে ষ্টল দেয়ায় সকল ষ্টল গ্রপকে পুরস্কার প্রদান করা হয়।
আবুল বয়ান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।